বাংলা নিউজ > দেখতেই হবে > মোদীর সামনে গুজরাতিতে 'কেমছো..' বলে বক্তৃতা শুরু হু-প্রধানের! কোন প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর?

মোদীর সামনে গুজরাতিতে 'কেমছো..' বলে বক্তৃতা শুরু হু-প্রধানের! কোন প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর?

গুজরাতের জামনগরে উদ্বোধন হল বিশ্বস্বাস্থ্য সংস্থা ... more

গুজরাতের জামনগরে উদ্বোধন হল বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-এর গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন নির্মাণ হয়েছে। সেই সেন্টারের উদ্বোধন ছিল আজ। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্টরা। হাজির ছিলেন হু প্রধান আর সেই অনুষ্ঠানেই পাক্কা গুজরাতিতে 'নমস্কার' বলার পর 'কেমছো' বলে বক্তব্য শুরু করেন হু প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস। হু প্রধানের মুখে গুজরাতি শুনে মোদীও করতালি দেন। উচ্ছ্বসিত হয় জনতা।