এদিন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাজ্যসভা ও লোকসভার বিরোধী বিভিন্ন দলের সাংসদদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল গান্ধী। মঙ্গলবার তাঁর ডাকে প্রাতঃরাশ বৈঠক ১৭টি বিরোধী দলের প্রতিনিধিদের সেখানে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে সেরে রাহুলের নেতৃত্বেই সাইকেলে সংসদে পৌঁছন বিরোধীরা। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে আলোচনায় যোগ দিতে পৌঁছে যান সাংসদ মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায়। প্রাতঃরাশ বৈঠকের পর রাহুল গান্ধির নেতৃত্বে সাইকেল চালিয়ে সংসদে পৌঁছন বিরোধী সাংসদরা। মূলত পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই তাঁদের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।