বাংলা নিউজ > দেখতেই হবে > Video: গ্রামে দাপাচ্ছে বুনো হাতি! শুঁড়ের ধাক্কায় আহত কিশোর, আতঙ্কে এলাকা

Video: গ্রামে দাপাচ্ছে বুনো হাতি! শুঁড়ের ধাক্কায় আহত কিশোর, আতঙ্কে এলাকা

শুক্রবার সকাল থেকেই মালবাজারের দাপিয়ে বেড়াতে দেখা যায় এক বুনো হাতিকে। জানা গিয়েছে সে দলছুট। হাতি দেখেই তাড়া দিতে থাকেন এলাকাবাসী। হাতি চলতে থাকে ধান খেতের ওপর দিয়ে। এগোয় জঙ্গলের দিকে। জঙ্গলে যাওয়ার পথে হাতিটি এলাকার একটি কিশোরকেও শুঁড় দিয়ে ধাক্কা মারে। আহত কিশোরকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাতির দাপটে অনেকেরই গৃহপালিত পশুর ক্ষতি হয়েছে বলেও অভিযোগ। সবমিলিয়ে জলপাইগুড়ির মালবাজারে ছড়িয়েছে বুনোহাতির ত্রাস।