বাংলা নিউজ > দেখতেই হবে > গুলি খাবো তবুও কাগজ দেখাব না, কেন্দ্রকে চ্যালেঞ্জ ওয়েইসির

গুলি খাবো তবুও কাগজ দেখাব না, কেন্দ্রকে চ্যালেঞ্জ ওয়েইসির

মিম নেতা আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন যে তারা প্রয়োজনে... more

মিম নেতা আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন যে তারা প্রয়োজনে গুলি খাবেন, কিন্তু তবুও কাগজ দেখাবেন না। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ করে হায়দরাবাদের একটি সভায় তিনি বলেন যো কোনও অবস্থাতেই তারা এনপিআর, এনআরসি ইত্যাদিতে কাগজ দেখাবেন না। ডিসেম্বর মাসে সিএএ জারি হওয়ার পর থেকেই এর বিরোধিতা করছে এআইএমআইএম সহ অন্যান্য দলগুলি।