মিম নেতা আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন যে তারা প্রয়োজনে... more
মিম নেতা আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন যে তারা প্রয়োজনে গুলি খাবেন, কিন্তু তবুও কাগজ দেখাবেন না। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ করে হায়দরাবাদের একটি সভায় তিনি বলেন যো কোনও অবস্থাতেই তারা এনপিআর, এনআরসি ইত্যাদিতে কাগজ দেখাবেন না। ডিসেম্বর মাসে সিএএ জারি হওয়ার পর থেকেই এর বিরোধিতা করছে এআইএমআইএম সহ অন্যান্য দলগুলি।