বাংলা নিউজ > দেখতেই হবে > Video: মহিলা আইনজীবী বনাম পুরুষ আইনজীবী! কোর্ট চত্বরে চড়, থাপ্পড়,ঘুষি চলল দেদার, ভাইরাল ভিডিয়ো

Video: মহিলা আইনজীবী বনাম পুরুষ আইনজীবী! কোর্ট চত্বরে চড়, থাপ্পড়,ঘুষি চলল দেদার, ভাইরাল ভিডিয়ো

সদ্য এক ভাইরাল ভিডিয়োয় উঠে এসেছে এই ছবি। এই দৃশ্য দিল্লির রোহিনী কোর্টের। সেখানে কোর্ট চত্বরের মধ্যেই দুই আইনজীবীর মধ্যে ব্যাপক সংঘাত শুরু হয়। একে অপরকে মারধর করেন। চলে চড়, থাপ্পড়,ঘুষি! সংঘাত এতটাই ভয়ানক ছিল যে বাকিরা তাঁদের থামাতে যেতেও পাচ্ছিলেন ভয়। গোটা ঘটনার ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে। ঘটনায় মহিলা আইনজীবী মারধর, অভব্য ভাষা ব্যবহারের অভিযোগ আনেন পুরুষ আইনজীবীর বিরুদ্ধে।