বাংলা নিউজ > দেখতেই হবে > Video: অভাব, অভিযোগ নিয়ে বিজেপি বিধায়কের কাছে গিয়েছিলেন মহিলা, পাল্টা কপালে জুটল কী?

Video: অভাব, অভিযোগ নিয়ে বিজেপি বিধায়কের কাছে গিয়েছিলেন মহিলা, পাল্টা কপালে জুটল কী?

এই ছবি কর্ণাটকের। সেখানে বিজেপি বিধায়ক অরবিন্দ লিম... more

এই ছবি কর্ণাটকের। সেখানে বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাবল্লির দ্বারস্থ হন এক মহিলা। বিধায়কের কাছে গিয়ে অভাব, অভিযোগ সম্পর্তে বলেন তিনি। তুলে ধরেন এক অভিযোগপত্র। এই ঘটনা কর্ণাটকের বেঙ্গালুরুর। উল্লেখ্য, বেঙ্গালুরুর ভারথুরে গত কয়েকদিন ধরে ব্যাপক বর্ষণ হয়। সেখানে ভারথুর এলাকার অভাব অভিযোগ মহিলা জানাতে গিয়েছিলেন বিধায়ককে। আর তা শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হতে দেখা যায় বিধায়ককে। পাল্টা মহিলার সঙ্গে দুর্ব্যাবহার করতে দেখা যায় বিধায়ককে। পরবর্তীকালে ওই মহিলাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন : https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন : https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন : https://www.instagram.com/htbangla/?hl=en #Woman #ArvindLimbavalli #BJP