বাংলা নিউজ >
দেখতেই হবে >
বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫: হাতে ক্যামেরা, সামনে পশুরাজ! গির-এ সাফারিতে মোদী
Updated: 03 Mar 2025, 08:16 PM IST
Laxmishree Banerjee
খোলা জিপে বসে জঙ্গল সাফারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গুজরাটের গির জাতীয় উদ্যানে সিংহ সাফারিতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী। এই সময় মোদীর সঙ্গে কয়েকজন মন্ত্রী এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদিন সাফারি পোশাক পরে, গিরের এশিয়াটিক সিংহের এক ঝলক তুলতে ক্যামেরা হাতেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। সোমবার গুজরাটের জুনাগড়ের সাসান গির জাতীয় উদ্যানে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের সপ্তম বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী। জাতীয় উদ্যানের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে এদিন বিশেষ বার্তালাপও করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।