বাংলা নিউজ >
দেখতেই হবে >
Yaalini-Yuvaan: সাদা ফ্রক আর বো, যেন ছোট্ট ডল পুতুল! প্রথম জন্মদিনের কেক কাটল ইয়ালিনি, পাশে এ কী কাণ্ড ইউভানের
Updated: 01 Dec 2024, 11:53 AM IST
লেখক Tulika Samadder
২০ নভেম্বর ছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে ইয়ালিনির প্রথম জন্মদিন। এদিন বিকেলে বাড়িতে জগন্নাথ সেবার আয়োজন করেছিল পরিবার। তবে কেক কাটাও হয়। গোলাপি পোশাকে টুইনিং করছিলেন দম্পতি। আর ইয়ালিনিকে দেখা গেল সাদা ফ্রকে।
কেকে কেটে প্রথম তা বাবার মুখে দিল রাজ-কন্যা! এদিকে ইউভান তো নিজের মনেই মেজে। আঙুল দিয়ে কেক খেতে ব্যস্ত রাজ-শুভশ্রীর প্রথম সন্তান, চার বছরের পুত্র।