Updated: 04 May 2022, 11:00 PM IST
লেখক Sritama Mitra
সদ্য নিজের পূর্বপুরুষের গ্রামে গিয়েছিলেন যোগী আদিত... more
সদ্য নিজের পূর্বপুরুষের গ্রামে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। উত্তরাখণ্ডের যমকেশ্বরে রয়েছে যোগী আদিত্যনাথের পূর্ব পুরুষের গ্রাম। সেখানে এক সভায় যোগ দিয়ে ভাষণ রাখছিলেন তিনি। তারই মাঝে বক্তব্য রাখতে গিয়ে আচমকা আবেগে ভেসে যান যোগী। চোখে জল চলে আসে তাঁর। ভাষণে তিনি নিজের 'গুরু'-র প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। আর তাঁর কথা মনে পড়তেই আবেগে ভেসে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর আধ্যাত্মিক গুরুর মূর্তি এদিন উত্তরাখণ্ডে উদ্বোধন করেন যোগী আদিত্যনাথ।