Updated: 25 Mar 2022, 09:40 PM IST
লেখক Sritama Mitra
লখনউতে মহাসমারোহে এদিন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিস... more
লখনউতে মহাসমারোহে এদিন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ পাঠ করেন যোগী আদিত্যনাথ। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে, লখনউতে যখন যোগী আদিত্যনাথের শপথ অনুষ্ঠান চলছে, তখন উৎসবে মেতে উঠল উত্তরাখণ্ডের পাউরি। পাউরি গারওয়ালে আদিত্যনাথের পূর্বপুরুষের ভিটে তখন আন্দে মেতে উঠেছে। অন্যদিকে, গোরক্ষনাথ মন্দিরেও এদিন চলেছে বিশেষ পূজা আরতি। উল্লেখ্য, এই গোরক্ষনাথ মন্দিরেই জীবনের একটা বড় সময় কাটিয়েছেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী।