By Soumick Majumdar
Published 31 Mar, 2023

Hindustan Times
Bangla

গত বছরের একেবারে শেষের দিকে গাড়ি দুর্ঘটনার গুরুতর আহত হন ঋষভ পন্ত।  ফলে মাঠের বাইরে রয়েছেন তিনি।  IPL থেকে ছিটকে গিয়েছেন।

গত বছরের মাঝামাঝি সময় থেকেই পিঠের চোটে ভুগছেন জসপ্রীত বুমরাহ। এই মরশুমে এই পেসারকে পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। 

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলাকালীন চোট পান শ্রেয়স আইয়ার। আইপিএলের বেশ অনেকগুলি ম্যাচ শ্রেয়সকে ছাড়াই খেলতে নামতে হবে নাইট শিবিরকে।

কোমরে চোটের জন্য গোটা IPL থেকেই ছিটকে গিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। রাজস্থান রয়্যালসের হয়ে নামছেন না তিনি।

হঠাৎ ম্যাচ খেলতে গিলেয় পিঠে চোট লাগে কিউই পেসার কাইল জেমিসনের। ফলে এই মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন না তিনি।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ঝাই রিচার্ডসন। তাঁর অনুপস্থিতি মুম্বই ইন্ডিয়ান্সকে বেশ ভোগাতে পারে।

গত সেপ্টেম্বর থেকে চোট সমস্যায় জেরবার জনি বেয়ারস্টো। তাঁর ছিটকে যাওয়ার বেশ কিছুটা সমস্যায় পঞ্জাব কিংস।

সম্প্রতি বাংলাদেশ সফরে চোট লাগে জ্যাকসের। তাতেই IPL থেকে ছিটকে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ক্রিকেটার।

কয়েক দিন আগেই পিঠে চোট পান মুকেশ। চেন্নাই সুপার কিংসের হয়ে নামছেন না তিনি।

শুরুর আগেই বাঁ-কাঁধে চোট লাগে মহসিন খানের। অস্ত্রোপচার করতে হয়। মহসিনের না থাকায় চাপের মুখে লখনউ সুপার জায়ান্টস।