Hindustan Times
Bangla

খালি পেটে শসা খাওয়ার রয়েছে বিশেষ উপকারিতা, কী কী জানুন

ফাইবার ও ফ্লুইড সমৃদ্ধ হওয়ার কারণে শসা শরীরে ফাইবার এবং জলের পরিমাণ বাড়ায়। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও প্রচুর ফাইবার থাকার কারণে শসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই সাহায্য করে।

খালি পেটে শসা খেলে অনেক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। শরীর সুস্থও থাকে।

খালি পেটে শসা খেলে স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার? সেকথা বলব।

শসা শরীরের জন্য খুব ভালো একটি খাওয়ায়। শসা ওজন কমাতে, রক্তের কোলেস্টেরল কমাতে অনেক বেশি উপকারি।

শসা ফাইবারে সমৃদ্ধ। যা কোষ্ঠকাঠিন্য, বদহজম, গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি হজমের সমস্যা থেকে মুক্তি দিতে কার্যকর।

প্রতিদিন খালি পেটে শসা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 

শসাতে রয়েছে ভিটামিন এ। চোখের অন্যান্য সমস্যা থেকে উপকারি।

শসায় রয়েছে পর্যাপ্ত পরিমান জল। প্রতিদিন সকালে খালি পেটে শসা খেলে শরীরে জলের ঘাটতি হয় না। 

শসাতে ক্যালোরি পরিমাণ থাকে খুব কম। এবং জলের পরিমাণ থাকে অনেকটাই বেশি। তাই অনেকেই ত্বকের পরিচর্যায় কাজেও শশাকে কাজে লাগিয়ে থাকেন।

কিডনি, ইউরিনারি, ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যায় শসা বেশ অনেকটাই সাহায্য করে থাকে।

সাধারণ তথ্যের উপর ভিত্তি করে এই খবর। কোনও নির্দিষ্ট তথ্যের জন্য উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন।