Hindustan Times
Bangla

ঐশ্বর্য থেকে শর্মিলা, এই ১০ ভারতীয় সেলিব্রিটি কান উৎসবে জুরি সদস্যও হয়েছেন

প্রয়াত পরিচালক মৃণাল সেন ছিলেন প্রথম ভারতীয় যিনি ১৯৮২ সালে কানে জুরি সদস্য হিসেবে কাজ করেন।

'সালাম বম্বে'র পরিচালক মীরা নায়ার ১৯৯০ সালে কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে ছিলেন।

লেখিকা অরুন্ধতী রায় ২০০০ সালে কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য হিসেবে ছিলেন।

প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন ২০০৩ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরি সদস্য হয়েছিলেন।

সিনেমা পরিচালক নন্দিতা দাস ২০০৫সালে কান চলচ্চিত্র উৎসবের অন্যতম জুরি সদস্য ছিলেন।

বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর ২০০৯ সালে কান জুরির সদস্য ছিলেন।

২০১০ সালে পরিচালক শেখর কাপুর তাঁর তিনটি চলচ্চিত্র নিয়ে কানে পৌঁছেছিলেন। একই বছর জুরি সদস্যও ছিলেন তিনি।

বিদ্যা বালান কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৩ সালে জুরি সদস্য ছিলেন। 

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ জুরি সদস্য হয়েছেন।

এই বছর সিনেমা সাংবাদিক এবং প্রখ্যাত সিনেমা সমালোচক মীনাক্ষী শেদ্দে জুরি সদস্যদের মধ্যে একজন।