Hindustan Times
Bangla

 বলিউড মানেই নতুন নতুন ফ্যাশনের ট্রেন্ড। আর তা দেখে মেয়েদের মনে তৈরি হয় সাজগোজের নতুন আগ্রহ। দেখে নেওয়া যাক সেইসব আইলুক যা ২০২৪ এও হটকেক

কাজল কালো চোখের সঙ্গে হালকা খয়রী স্মোকি টাচ। এই লুক যেকোনো ট্র্যাডিশনাল আউটফিটের সঙ্গে মানানসই

প্রিয়াঙ্কা চোপড়া সেজেছিলেন নীল চোখে। ওয়াটার লাইন থেকে শুরু করে পুরো চোখে রেখেছিলেন নীল রঙ, সঙ্গে বেগুনির হালকা আভা

আলিয়া ভাটের ব্রাশড আইব্রো সঙ্গে গোল্ডেন গ্লিটার আইশ্যাডো লুক ভাইরাল হয় নিমেষে

ঐশ্বর্য রাই বচ্চনের নীল স্মোকি আই অন্যান্য সাধারণ লুকের তুলনায় আলাদা হলেও  তা থেকে চোখ এড়িয়ে যাওয়া অসম্ভব

দিশা পটানির সবুজ অমব্রে আইলুক নজর কেড়েছিল সকলের।

সোনম কাপুরের বোল্ড স্মোকি আই লুক চিরকালের ফ্যাশনে ইন।