By Sritama Mitra
Published 28 Aug, 2023

Hindustan Times
Bangla

কোকবোরক ভাষার জন্য রোমান হরফের দাবি, ১২ ঘণ্টার বনধে ১২৬ জন আটক ত্রিপুরায়

সোমবার ত্রিপুরায় বনধে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের ১২৬ জনকে আটক করা হয়েছে। কোকাবোরক ভাষার জন্য রোমান হরফের দাবি জানিয়ে এই সংগঠন সরব হয়েছে।

এর আগে আগরতলায় 'রোমান স্ক্রিপ্ট ফর কোকবোরোক চোবা' সংগঠনের সদস্যরাও এই একই দাবিতে গত বুধবার বিক্ষোভ দেখিয়েছিলেন। 

এদিকে, তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের দাবি, কোকাবোরক ভাষায় রোমান হরফ আনতে ১২৫ তম সংবিধান সংস্কার বিল আনা হোক। 

প্রসঙ্গত,  ত্রিপুরায়  ১৯টি উপজাতি সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠের ভাষা হল কোকাবোরক। 

ত্রিভাষা নীতির আওতায় কোকাবোরক পার্বত্য রাজ্য ত্রিপুরায় সরকারি ভাষা হিসাবেও স্বীকৃত। প্রসঙ্গত , সেরাজ্যে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের কাছে যোগাযোগের ভাষা কোকাবোরাক। তবে এর কোনও লিপি নেই।

এদিকে, কোকাবোরক ভাষায় যাতে রোমান হরফ স্বীকৃত করা হয়, তার দাবিতে সোমবার ১২ ঘণ্টার বনধ পালন করেছে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন। 

পুলিশ জানিয়েছে এই বনধকে কেন্দ্র করে ত্রিপুরার ৬ টি জায়গায় অবরোধ ছিল। তবে তা পরে সরানো হয়েছে। ত্রিপুরার মোট ২৪ টি জায়গা থেকে ২৬২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তিপ্রা স্টুডেন্টস ইউনিয়ন জানিয়েছে, 'আমরা কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নই, তবে আমরা দাবি জানাচ্ছি রোমান হরফের জন্য। '