Hindustan Times
Bangla

BGT 2024-25-র শেষ ম্যাচে নজির গড়েছে প্য়াট কামিন্সের টিম অস্ট্রেলিয়া।

১৬২ রান তাড়া করতে নেমে মাত্র ২৭ ওভারেই লক্ষ্যে পৌঁছে গিয়েছে।

প্যাট কামিন্সের দল সর্বকালের দ্রুততম রান তাড়া করার নিরিখে চার নম্বরে থাকবে।

টেস্টে দ্রুততম ১৫০+ রান তাড়া করে জয়ী দলের শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

১৯৮৩ সালে কিংস্টনে ভারতের বিরুদ্ধে ম্যাচে ৬.৮২ গড়ে রান করে ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

দুই নম্বরে রয়েছে পাকিস্তান। ১৯৭৮ সালে ৬.৬০ গড়ে রান করে করাচিতে ভারতকে হারিয়েছিল তারা।

তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড দল, তারা ২০২২ সালে করাচিতে পাকিস্তানকে হারয়েছিল ৬.০৩ গড়ে রান করে।

এই তালিকার চার নম্বরে রয়েছে সিডনির ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট।

পাঁচ নম্বরে রয়েছে ২০২২ সালে নটিংহামের ইংল্যা্ড বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ।