By Sanjib Halder
Published 8 Dec, 2024
Hindustan Times
Bangla
টেস্টের ইতিহাসে জায়গা করে নিল অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্ট
অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে গতির খেলা দেখল বিশ্ব ক্রিকেট
দুই ইনিংসে ভারতের ২০ উইকেট শিকার করলেন অজি পেসাররা
অ্যডিলেডে কামিন্স নিলেন ৭, স্টার্কের শিকার ৮ ও বোল্যান্ড নিলেন ৫ উইকেট
২০ উইকেট নিতে তাদের করতে হল ৪৮০টা বল
টেস্টে পেসারদের নেওয়া সবচেয়ে কম বলে ২০টি উইকেট
এর আগে ২০০২ সালে হ্যামিল্টনে ঘটেছিল এমন ঘটনা
সেই ম্যাচে ৪৯৩ বলে ২০ উইকেট শিকার করেছিলেন পেসাররা
২০০২ সালে ওয়েলিংটন পেসাররা ৫৮১ বলে ২০ উইকেট শিকার করেছিলেন
২০১৮ সালে কেপ টাউন ও ১৯৮৩ সালে কলকাতাতেও এমন দেখা গিয়েছিল
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন