Hindustan Times
Bangla

কুছ কুছ হোতা হ্যায় ছবির ২৫ বছর পার। 

করণ জোহরের বানানো অন্যতম ক্লাসিক ছবি এটি। 

১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল এটা। 

এই ছবি পরবর্তীকালে ৮০-৯০ দশকের ছেলেমেয়েদের কাছে বন্ধুত্ব প্রেমের ছবি হয়ে দাঁড়িয়েছিল। 

নাম ভূমিকায় ছিলেন শাহরুখ খান, কাজল এবং রানি মুখোপাধ্যায়। সলমন খান ছিলেন ক্যামিও চরিত্রে। 

এই ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। 

এদিনের অনুষ্ঠানে ছিলেন করণ জোহর, রানি মুখোপাধ্যায়, শাহরুখ খান। 

এদিন ভক্তদের সঙ্গে তাঁদেরও নস্টালজিয়ায় ভাসতে দেখা গেল। 

এই ছবি যে কেবল রাহুল অঞ্জলির জনপ্রিয় জুটিকে দিয়েছিল তেমনটা নয়, দিয়েছিল মিসেস ব্রিজ্ঞানজা এবং মিস্টার মালহোত্রার মতো চরিত্র।