Hindustan Times
Bangla

কেউ ২০, তো কেউ ৩০ বছরের বড়, বলিউডে বয়সের ব্যবধান সবচেয়ে বেশি এই জুটিদের

বলিউডে এমন কিছু দম্পতি রয়েছে যাদের বয়সের ব্যবধান প্রায় ২৫ থেকে ৩০ বছর।

চলুন একনজরে দেখে নেওয়া যাক-

এই তালিকায় প্রথম নাম দিলীপ কুমার ও সায়রা বানুর। তাদের বিয়ে হয়েছিল ১১ অক্টোবর, ১৯৬৬ সালে। বিয়ের সময় দিলীপ কুমারের বয়স ছিল ৪৪ বছর আর সায়রা বানুর বয়স ছিল ২২ বছর।

অভিনেতা কবীর বেদী ৭০ বছর বয়সে পারভীন দোসাঞ্জকে বিয়ে করেন। এটি কবীরের চতুর্থ বিয়ে। দুজনের মধ্যে বয়সের পার্থক্য ৩০ বছর।

মডেল, অভিনেতা মিলিন্দ সোমান ২০১৯ সালে অঙ্কিতা কুনওয়ারকে বিয়ে করেছিলেন। মিলিন্দ ও অঙ্কিতার মধ্যে বয়সের ব্যবধান ২৬ বছর।

গত ২৪ ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেতা আরবাজ খান। তিনি মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন। সুরা ও আরবাজের মধ্যে বয়সের ব্যবধান ২৫ বছরের।