Hindustan Times
Bangla

প্রাণিজ খাবার থেকে সাত হাত দূরে! ‘ভেগান ডায়েট’-এই ভরসা ৫ বলি-সুন্দরীর

মাংস ও পোল্ট্রি শিল্পে প্রাণীদের প্রতি অমানবিক আচরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই বিশ্বজুড়ে নিরামিষভোজী বা ভেগানের সংখ্যা ক্রমশও বাড়ছে।

এমন কিছু মানুষ আছেন যাঁরা মাছ-মাংস তো দূরের কথা ডিম, পনির, মধু, মেয়োনিজ কিছুই খান না। মূলত প্রাণীর সঙ্গে সম্পর্কিত কোনও খাবারই তাঁরা খান না। বেশ কিছু বলিউড সেলিব্রিটি আছেন যারা নিরামিষাশী জীবনধারা অনুসরণ করেন-

আলিয়া ভাট তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভেগানিজমের প্রচার করেন। অভিনেত্রী নিজেও ভেগান।

কঙ্গনা রানাওয়াত নিরামিষাশী। বেশ কয়েকটি অনুষ্ঠানে তিনি স্বীকার করেছেন, স্বাস্থ্যের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন।

স্বাস্থ্য এবং নৈতিক উভয় কারণেই নিরামিষ খাবার খান সোনম কাপুর।

স্বাস্থ্য এবং নৈতিক উভয় কারণে ভেগান ডায়েট ফলো করেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও। 

ব্যক্তিগত স্বাস্থ্য এবং পশু কল্যাণ উভয়ের জন্য নিরামিষ খাওয়ার সুবিধা নিয়ে সোচ্চার অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি ভেগান।