Hindustan Times
Bangla

পৃথিবীর এই ৫ দেশে সাপ নেই একটাও, কেন জানেন

সাপ নিয়ে আতঙ্কে অনেকেই থাকেন। ঠান্ডা সরীসৃপের বিষ মুহূর্তে শেষ করে দেয় বহু প্রাণ। তবে ভারত থেকে ক্রোশ ক্রোশ দূরে রয়েছে এমনও দেশ রয়েছে যেখানে একটিও সাপ নেই।

কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে সারা বছর একটি সাপ বা টিকটিকিরও দেখা মেলে না। এমনকী, অন্যান্য পোকামাকড়ের সংখ্যাও সেখানে খুব কম। অবাক হচ্ছেন?

সাধারণত খুব ঠান্ডা জায়গায় সাপ থাকতে পারে না। এই কারণে বিষুব রেখার উত্তর ও দক্ষিণে আর্কটিক সার্কেল এবং অ্যান্টার্কটিকায় সাপেদের দেখা মেলে না। এসব এলাকার আবহাওয়া ত্যন্ত ঠান্ডা থাকায় জল জমে বরফে পরিণত হয়।

সাপ এত ঠান্ডা সহ্য করতে পারে না। এ কারণে এসব অঞ্চলে এই বিষাক্ত প্রাণীর দেখা পাওয়া যায় না। 

আয়ারল্যান্ড- বিশেষজ্ঞরা বলছেন, শুধু বর্তমান যুগেই নয়, কখনওই আয়ারল্যান্ডে ছিল না সাপ। কিছু মানুষের বিশ্বাস, আয়ারল্যান্ডে এতটাই ঠান্ডা পড়ে যে সেখান থেকে সাপ বিলুপ্ত হয়ে গিয়েছে।

আইসল্যান্ড- ইউরোপের এই দেশে একটিও সাপ নেই। এখানকার মানুষ সাপ দেখতে চায়।

গ্রিনল্যান্ড- এই দেশেও সাপ পাওয়া যায় না। বিশেষত আবহাওয়ার কারণে মনে করছেন বিজ্ঞানীরা।

নরওয়ে- সাপমুক্ত দেশের তালিকায় রয়েছে এই দেশও। 

নিউজিল্যান্ড- সাপমুক্ত দেশের তালিকায় রয়েছে এই দেশও। এখানে একটিও সাপ নেই।