Hindustan Times
Bangla

নাসিরউদ্দিন শাহর করা সেরা ৫ কমিক চরিত্র। 

নাসিরউদ্দিন শাহর আজ ৭৩ তম জন্মদিন। একাধিক কাল্ট চরিত্রে তিনি অভিনয় করেছেন। তবে তাঁর এই দীর্ঘ কেরিয়ারে অভিনেতা একাধিক কমিক চরিত্রেও অভিনয় করেছেন। তার মধ্যে সেটা ৫ চরিত্র কোনগুলো দেখুন। 

জানে ভি দো ইয়ারো ছবিতে তিনি বিনোদ চোপড়ার চরিত্রে অভিনয় করেছিলেন। 

চমৎকার ছবিতে নাসিরউদ্দিন শাহ অমর কুমারের চরিত্রে সবার নজর কেড়েছিলেন। শাহরুখ খান এবং তাঁর রসায়। বেশ ভালো ছিল। 

দশ কাহানিয়া ছবিতেও তাঁকে কমিক চরিত্রে দেখা গিয়েছে। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল দাউদি বোহরা। সেখানে তাঁর এবং শাবানা আজমির খাবার নিয়ে কাড়াকাড়ি করার সিন আজও সবার মনে থেকে গিয়েছে। 

জানে তু ইয়া জানে না ছবিতে জয়ের বাবা হয়ে থুড়ি একজন প্রকৃত রাজপুত হয়ে সবার নজর কেড়েছিলেন। গোটা ছবিতে একটা দারুণ কমিক রিলিফ এনেছিলেন তিনি। 

ইশকিয়া ছবিতে খালুজানের চরিত্রেও তিনি সকলের নজর কেড়েছিলেন।