By Piu Dey
Published May 4, 2023

Hindustan Times
Bangla

হ্যান্ডসাম লুকের জন্য ঘন দাড়ি চান? রইল ৫ সহজ উপায়

পুরুষরা লম্বা দাড়ি রাখতে পছন্দ করে।

কেউ লম্বা দাড়ি রাখেন, কেউ বা ফ্রেঞ্চ কাট

লম্বা দাড়ি আকর্ষণীয় লুক দেয়। দাড়ি বাড়াতে এই উপায়গুলি করে দেখুন। 

কিছু পুরুষ আছেন যাঁরা মোটা দাড়ি রাখতে চান। তাঁদের এই পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে

নীলগিরি তেলে আছে অ্যান্টি ব্যাকটিরিয়াল গুণ। এই তেল দ্রুত চুলের বৃদ্ধি ঘটায়

অ্যালোভেরা ও পেঁয়াজের পেস্ট দাড়িতে লাগান। অল্প দিনেই দাড়ি বাড়বে

আমলকি চুলের জন্য খুবই উপকারী। এর তেল প্রতিদিন লাগালে দাড়িও দ্রুত বাড়বে

কারিপাতা তো অনেক খেয়েছেন। দাড়ি বাড়াতেও কারিপাতা কাজে আসে। এই পাতার পেস্ট করে দাড়িতে  লাগান।