Hindustan Times
Bangla

সন্তান হচ্ছে না? বহু মহিলার ক্ষেত্রে এই সমস্যার পিছনে রয়েছে ৫ বড় কারণ

বর্তমানে নানা কারণে গর্ভধারণে সমস্যা হচ্ছে। গর্ভধারণ না করার কারণে সমাজে নারীদেরও অনেক কথা শুনতে হয়।

চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোন থেকে গর্ভবতী হওয়ার জন্য নারী যতটা দায়ী পুরুষও ততটাই দায়ী।

জেনে নেওয়া যাক, গর্ভবতী না হওয়ার পিছনে কী কী কারণ থাকতে পারে।

ফ্য়ালোপিন টিউব হল মহিলার প্রজনন অঙ্গের সেই অংশ যেখানে পুরুষের শুক্রানু ডিম্বানুকে নিষিক্ত করে। এটি ব্লক হলে নিষিক্তকরণ হতে পারে না।

পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সমস্য়ার কারণে ডিম্বোস্ফটন প্রভাবিত হয় এবং গর্ভাবস্থা হতে পারে না।

প্রোজেস্টেরন হরমোন ডিম্বোস্ফোটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ঘাটতির কারণে ডিম্বোস্ফোটন ধীরে হয় এবং গর্ভধারণে সমস্যা হয়।

পুরুষের কম শুক্রানুর সংখ্যাও গর্ভবতী না হওয়ার অন্যতম কারণ হতে পারে। মহিলাদের উর্বরতা পরীক্ষা করার পাশাপাশি পুরুষদের শুক্রানুর সংখ্যা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। 

অনিয়মিত ঋতুস্রাবের কারণে ডিম্বস্রাবও অনিয়মিত হয়ে যায়, যার ফলে নিষিক্তকরণে অসুবিধে হয়।

সাধারণ তথ্যের উপর ভিত্তি করে এই খবর। কোনও নির্দিষ্ট তথ্যের জন্য উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন।