Hindustan Times
Bangla

সানিয়া মালহোত্রার Mrs ছবিটি নিয়ে এখন দারুণ চর্চা চলছে। আপনিও কি দেখেছেন এই ছবিটি? ভালো লেগে থাকলে এই ৫টি ছবিও কিন্তু দেখে ফেলতে পারেন। 

২০২০ সালে মুক্তি পাওয়া থাপ্পড় ছবিটিও নারীকেন্দ্রিক যেখানে দেখা যায় একজন মহিলা তাঁর আত্মসম্মানের জন্য কীভাবে ঘুরে দাঁড়ায়। নিজের জন্য প্রতিবাদ করে। 

২০২২ সালের আলিয়া ভাটের ডার্লিংস ছবিতেও দেখা গিয়েছিল একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে কীভাবে বদলা নেয়। 

২০২২ সালে মুক্তি পাওয়া এমন একটি ছবি হল জয় জয় জয় হে। স্বামীর হাতে নিপীড়িত হতে হতে নিজের জন্য সেই মহিলা কীভাবে রুখে দাঁড়ায় সেটা দেখা গিয়েছিল এই ছবিতে।

২০১২ সালের শ্রীদেবীর ইংলিশ ভিংলিশ ছবিতেও দেখা গিয়েছিল একজন মহিলা তাঁর খারাপ ইংরেজি দখলের জন্য কীভাবে ট্রোল্ড হচ্ছেন এবং অবশেষে কীভাবে ঘুরে দাঁড়ান। 

Mrs. যে ছবির অনুকরণে বানানো সেই দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনও পড়বে এই তালিকায়

আরও পড়ুন।