Hindustan Times
Bangla

নদী, পাহাড় ও সবুজ উপত্যকায় ঘেরা ভুটান, ঘুরে দেখার জন্য রয়েছে ৫ সেরা জায়গা

আমাদের প্রতিবেশী দেশগুলি অনেক সুন্দর। অনেক ঘোরার জায়গাও রয়েছে।

এমনই একটি দেশ ভুটান। প্রচুর ভারতীয়রা ভুটানে ঘুরতে যান।

হিমালয়ের উপর অবস্থিত একটি ছোট্ট দেশ ভুটান। সৌন্দর্য এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত এই দেশ।

ভুটানে একাধিক সেরা জায়গা রয়েছে ঘোরার মতো-

ভুটানের অন্যতম বিখ্যাত বৌদ্ধমঠ টাইগার নেস্ট মনেস্ট্রি। পারো থেকে ১০ মাইল দূরে এই মঠ।

১৬৯২ সালে ভুটানের অন্যতম প্রধান আকর্ষণ টাইগার্স নেস্ট মনেস্ট্রি তৈরি হয়েছিল। এখানে হেঁটে উঠতে হয়। চাইলে ঘোড়ায় চড়েও ওঠা যায়।

ভুটানের রাজধানি থিম্পু। এটি সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। বাজার, হোটেল, রেস্টুরেন্ট, স্টেডিয়াম এবং সুন্দর বাগানে পরিপূর্ণ এই জায়গা।

পুনাখা ভুটানের শীতকালীন রাজধানী। পাহাড়ের মাঝে মাঝে সোনালি ধানখেত। নীচ দিয়ে বয়ে যাচ্ছে দু’টি নদী— পো চু এবং মো চু। এই দুই নদীর মাঝে পুনাখা জং (বৌদ্ধ সন্ন্যাসীদের গুম্ফা ও সরকারি দফতর)। টিকিট কেটে জংয়ের ভিতর ঘুরে দেখা যায়।

দো-চুলা পাস পড়বে থিম্পু থেকে পুনাখা যাওয়ার পথে৷ শীতল ঝোড়ো হাওয়া উড়িয়ে দেবে আপনাকে৷ আকাশ ভালো থাকলে দো চুলা পাস থেকে পাহাড়ের সৌন্দর্য যেন হাতের মুঠোয় চলে আসে৷

অবারিত প্রাকৃতি সৌন্দর্য উপভোগ করতে ট্রাসিগাং-এর থেকে ভালো জায়গা আর নেই। আধ্যাত্মিকতার জন্য এই স্থান বিখ্যাত।