By Soumick Majumdar
Published 24 Feb, 2023
Hindustan Times
Bangla
ভারত বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। ফলে এখানে বেড়ানোর জায়গার অভাব নেই। কম খরচেই দুর্দান্ত সব স্থানে ঘুরে আসা যায়। তাই এখন থেকেই প্ল্যান শুরু করুন।
আলেপ্পি, কেরল: ‘প্রাচ্যের ভেনিস’ হিসাবে পরিচিত এই জায়গা। সবুজে ঢাকা এই জায়গাটি হাউসবোটের জন্য বিখ্যাত।
জয়সলমের, রাজস্থান: ‘গোল্ডেন সিটি’ নামে পরিচিত, জয়সলমের রাজস্থানের একটি মরুভূমির শহর। এটি তার সোনালি রঙের বেলেপাথরের জন্য পরিচিত।
প্যাংগং লেক, লাদাখ: বরফে ঢাকা পাহাড়ে ঘেরা এই লেক অ্যাডভেঞ্চার প্রেমীদের পছন্দের স্থান। অনেকে রয়্যাল এনফিল্ডে চড়েও যান।
কালিম্পং: কম বাজেটে ঘরের কাছে পাহাড়ে যেতে চাইলে কালিম্পং ঘুরে আসতে পারেন। ইঁছেগাঁওয়ের মতো পাহাড়ি গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাবেন।
বকখালি: কম বাজেটে আরও একটি দুর্দান্ত ট্যুরিস্ট স্পট বকখালি। দিঘা-পুরী একঘেয়ে লাগলে একবার এখানে ঘুরে আসতে পারেন। ভিড় তুলনামূলকভাবে কম।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন: