Hindustan Times
Bangla

বহু জায়গায় অ্যাপ্লাই করেও তেমন ডাক পাচ্ছেন না? দেখুন কী করে সিভির মান বাড়াবেন। 

একটা ভালো সিভি হচ্ছে কিন্তু চাকরির পাওয়ার মূল এবং প্রাথমিক ধাপ। সিভি দেখেই কিন্তু চাকরির সুযোগ আসে। 

আপনি যদি আপনার সিভির গুণগত মান বাড়াতে চান দেখুন কী করবেন। 

কাজের পরিণামের উপর বেশি গুরুত্ব দিন। 

কোথায় কোন পজিশনে চাকরি করেছেন, দায়িত্ব কী কী ছিল এসব না লিখে বরং আপনার দায়িত্বের জন্য সেই কোম্পানির কী সুবিধা হয়েছে সেটার উপর জোর দিন। 

সিভির উপরে সবার আগে প্রোফাইল অবজেকটিভ যোগ করুন। 

এর অর্থ, আপনি কী হতে চান, আপনার লক্ষ্য কী এসব সেখানে জানানো। 

এক পেজেই সীমাবদ্ধ করবেন না সিভিকে। চেষ্টা করবেন যাতে একাধিক পেজের সিভি বানানো যায়। 

আপনি কী কী জানেন সবটা বিস্তারিত ভাবে যোগ করুন, আপনার আগের কাজ কেমন ছিল, কী ছিল তাও লিখুন। 

নতুন কিছু শিখে থাকলে বা অভিজ্ঞতা হলে সেটা যোগ করতে ভুলবেন না। 

যেটা দরকার নেই, সিভিতে অপ্রয়োজনীয় সেটা সরিয়ে দিন। অকারণ সিভি ভারী করবেন না। 

আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই কথা মাথায় রেখে সিভি সাজান। অদরকারি জিনিস রাখবেন না।