By Sanjib Halder
Published 6 Dec, 2024
Hindustan Times
Bangla
কপিল দেব ও জাহির খানের ক্লাবে জায়গা করলেন জসপ্রীত বুমরাহ
উসমান খোয়াজাকে আউট করতেই এক ক্যালেন্ডার বছরে ৫০ উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ
ভারতীয় পেসার কপিল দেব ১৯৮৩ সালে ৭৫টি উইকেট উইকেট শিকার করেছিলেন।
১৯৭৯ সালে কপিল দেব ৭৪টি উইকেট শিকার করেছিলেন।
জাহির খান ২০০২ সালে এক ক্যালেন্ডার বছরে ৫১টি টেস্ট উইকেট শিকার করেন।
২০২৪ সালে জসপ্রীত বুমরাহ ৫০টি টেস্ট উইকেট শিকার করলেন।
অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে ব্যাক্তিগত ১৩ রানে উসমান খোয়াজাকে সাজঘরে ফেরান বুমরাহ।
১০.৬ ওভারে জসপ্রীত বুমরাহর বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন উসমান খোয়াজা
পার্থ টেস্টের পরে অ্যাডিলেডেও বুমরাহ-র দিকে তাকিয়ে টিম ইন্ডিয়া
অ্য়াডিলেড টেস্টের প্রথম দিনে চাপে রয়েছে টিম ইন্ডিয়া।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন