Hindustan Times
Bangla

উইকিপিডিয়ার মতে জয়ার বয়স ৫২! এই কাঙ্ক্ষিত বাঙালি নায়িকার আসল বয়স কত?

জয়া আহসানের বয়স নিয়ে হাজারো ধন্দ আর জল্পনা, উইকিপিডিয়ার মতে অভিনেত্রীর জন্ম ১৯৭২ সালের ১লা জুলাই

জয়া জানিয়েছেন উইকিপিডিয়ায় তাঁর জন্ম নিয়ে ভুল তথ্য রয়েছে, জয়ার হিসাব ধরে চললে এখন তাঁর বয়স ৪২

অর্থাৎ জয়ার হিসাবে তাঁর জন্ম ১৯৮৩ সালে, তাহলে কিন্তু জয়ার বিয়ের বয়স ঘেঁটে ঘ হয়ে যায়

১৯৯৮ সালে ফয়জল আহসানকে বিয়ে করেছিলেন জয়া, বিয়ে ভাঙলেও প্রাক্তন স্বামীর পদবিই তিনি ব্যবহার করেন। সেই হিসাবে ১৫ বছর বয়সে নাকি জয়ার বিয়ে হয়!

বয়স  বিতর্ক দূরে রেখেও বলা যায়, বর্তমানে বাংলা ছবির অন্যতম নামজাদা অভিনেত্রী জয়া

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে, এরপর কেটেছে ২১ বছর

ডিভোর্সের পর আপতত একাই জীবন কাটাচ্ছেন নায়িকা।