By Sanjib Halder
Published 27 Dec, 2024
Hindustan Times
Bangla
টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল জিম্বাবোয়ে।
ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৮৬ রান করেছে জিম্বাবোয়ে।
জিম্বাবোয়ে ক্রিকেটের ৩২ বছরের টেস্ট ইতিহাসে এটাই সর্বোচ্চ দলীয় রান।
২৩ বছর আগে ২০০১ সালে হারারেতে জিম্বাবোয়ের সর্বোচ্চ দলীয় রান ছিল ৫৬৩।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৫৬৩ রান করেছিল জিম্বাবোয়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচটি শেষ পর্যন্ত অবশ্য ড্র হয়েছিল।
তিন ব্যাটারের সেঞ্চুরিতে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে জিম্বাবোয়ে।
সিন উইলিয়ামস ১৫৪, ব্রায়ান বেনেট অপরাজিত ১১০ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ১০৪ রান করেন।
দ্বিতীয় দিনের শেষে আফগানিস্তান ৯৫/২ রান তুলেছে, ৪৯১ রানে এগিয়ে জিম্বাবোয়ে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন