Hindustan Times
Bangla

 হানিমুন হবে রসে ভরা, যেতে পারেন বিদেশের এই জায়গাগুলি

এক জন নতুন মানুষের সঙ্গে নতুন জীবনের শুরুটা বেশ অন্য রকম অনুভূতি। আর তারই প্রস্তুতি পর্ব হল মধুচন্দ্রিমা।

কিন্তু একে অপরকে চেনার, জানার ও নিজেদের মুহূর্তগুলিকে স্মরণীয় করে তোলার জন্য কোথায় যাবেন তা ঠিক করাই হয়ে ওঠে বেশ কঠিন কাজ। বিদেশে হানিমুনে যেতে চান? বেছে নিতে পারেন এই জায়গাগুলি-

বালি দ্বীপ- সবচেয়ে হট ডেস্টিনেশন হল দক্ষিণ পূর্ব এশিয়ার বালি। সুন্দর সমুদ্র সৈকত, সুস্বাদু সিফুড আর অপূর্ব সুন্দর কিছু মন্দির, সব মিলিয়ে বালি হানিমুন করার আদর্শ জায়গা। 

সুইৎজারল্যান্ড- বরফে ঢাকা বিস্তীর্ণ পাহাড় আর সবুজ ঘাসের গালিচায় ঢাকা প্রান্তর। পাহাড়ি পথ দিয়ে কাঁচে ঢাকা ট্রেন চড়ে যেতে বেশ লাগে। লুসার্ন এখানকার জনপ্রিয় একটি জায়গা। ফেরার সময় সুস্বাদু চকোলেট নিতে ভুলবেন না যেন।

শ্রীলঙ্কা- যারা একটু প্রাইভেসি পছন্দ করেন, তাঁদের জন্য আদর্শ জায়গা। এখানকার বিচ আর প্রকৃতির শোভা অসাধারণ। নুয়ারা এলিয়া এখানকার অন্যতম জনপ্রিয় স্পট। কলম্বোও বেশ ভালো। রয়েছে অনুরাধাপুরার মতো হেরিটেজ সাইটও।

মলদ্বীপ- এখন যাকে বলে হট ডেস্টিনেশন। কায়াকিং, স্কুবা ডাইভিং সব করতে পারবেন এখানে। আর কিছুই না করতে চাইলে নীল সমুদ্রে গা ভাসিয়ে দিন দু’জনে।

থাইল্যান্ড- খুব সুন্দর বিচ আছে এখানে। আর আছে দারুণ স্বাদের থাই খাবার। এই দেশের মাসাজ আর ফিশ স্পাও কম বিখ্যাত নয়। ব্যাঙ্কক কেনাকাটা করার জন্য দারুণ জায়গা। যেতে পারেন ফুকেট। ব্যাঙ্কক থেকে মাত্র দু’ঘণ্টার রাস্তা পাটায়া। 

মালেশিয়া- রাজধানী কুয়ালা লাম্পুর, ঘোরার মতো পাংগকোর লট আর লাংকাউয়ি অপূর্ব জায়গা রয়েছে। মালেশিয়ার খাবার কিন্তু দারুণ সুস্বাদু।