Hindustan Times
Bangla

শুরু টলিউডে, শর্মিলা থেকে বিদ্যা, পরে বলিউড কাঁপিয়েছেন এই ৬ অভিনেত্রী

টলিউড দিয়ে অভিনয় জীবন শুরু, এরপর বলিউডে দাঁপিয়ে অভিনয় করেছেন এই অভিনেত্রীরা-

বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবিতে শর্মিলা ঠাকুরের ডেবিউ হয়েছিল। ছবিটি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অনেক পুরস্কার জিতেছে।

গৌতম হালদারের পরিচালনায় ‘ভালো থেকো’ (২০০৩ সাল) ছবির হাত ধরে ডেবিউ করেন বিদ্যা বালান। ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল। ছবিতে আনন্দীর চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা।

১৯৯৬ সালের রোম্যান্টিক ছবি ‘বিয়ের ফুল’ দিয়ে টলিউডে ডেবিউ করেন অভিনেত্রী রানি মুখোপাধ্য়ায়। এরপর ‘রাজা কি আয়েগি বারাত’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন রানি।

দিলীপ নাগের বাংলা ছবি ‘বধূবরণ’ দিয়ে টলিউডে ডেবিউ রাখি গুলজারের।

 ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইতি শ্রীকান্ত’ ছবি দিয়ে অভিনয় কেরিয়াপ শুরু হয় অভিনেত্রী সোহা আলি খানের।

১৯৬৩ সালে সত্যজিৎ রায়ের ছবি ‘মহানগর’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন জয়া বচ্চন।