Hindustan Times
Bangla

একটা বা দুটো নয়, নতুন বছরের জানুয়ারিতে এই ৬ ধামাকাদার বলিউড ছবি মুক্তি পাবে

হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর অভিনীত ছবি 'ফাইটার' মুক্তি পাবে ২৫ জানুয়ারি, ২০২৪ এ।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক 'ম্যায় অটল হুঁ' মুক্তি পেতে চলেছে ১৯ জানুয়ারি ২০২৪-এ। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে।

শ্রীরাম রাঘবন পরিচালিত ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত ছবি 'মেরি ক্রিসমাস' ১২ জানুয়ারী, ২০২৪-এ মুক্তি পাবে।

আয়ুশ শর্মা, জগপতি বাবু এবং বিদ্যা মালাভাদে অভিনীত অ্যাকশন থ্রিলার ফিল্ম 'রুসলান' ১২ জানুয়ারী, ২০২৪-এ মুক্তি পাবে।

জন আব্রাহাম অভিনীত ছবি 'দ্য ডিপ্লোম্যাট' ১১ জানুয়ারি, ২০২৪-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অমিশা পটেল, যতীন খুরানা এবং অ্যাঞ্জেলা ক্রিসলাঞ্জ অভিনীত ছবি 'তৌবা তেরা জলওয়া' ৫ জানুয়ারী, ২০২৪-এ মুক্তি পাবে।