Hindustan Times
Bangla

মাওবাদী সমস্যার জেরে জেরবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া। সেখান থেকেই নিট, জেইই পাশ করলেন ৬৮ জন।

বহু দিন ধরেই বিদ্রোহের আগুনে জ্বলছে দান্তেওয়াড়া। সেখানে অবৈতনিক পড়াশোনার ব্যবস্থা করেছে প্রশাসন।

এছাড়াও দান্তেওয়াড়ায় নবম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতিও করতে প্রশাসনিক সাহায্য আসছে।

এলাকার বালুদ, কারলি গ্রামে 'ছুঁলো আসমান' নামের সংস্থা এই শিক্ষা ছড়িয়ে দেওয়ার মহাযজ্ঞের অঙ্গ।

বর্তমানে সেখানের ২৩৯ জন পড়ুয়া মেডিক্যাল পড়ছেন, আর ৬৬০ জন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া।