Hindustan Times
Bangla

সদ্যই চারহাত এক হল রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানির। কিন্তু তাঁদের বিয়ের এই দুর্দান্ত মুহূর্তগুলো দেখেছেন কি?

গত ২১ ফেব্রুয়ারি দক্ষিণ গোয়ার একটি আলিশান হোটেলে বসেছিল তাঁদের বিবাহ বাসর। বিয়ের রাতেই সমস্ত বিয়ের ছবি প্রকাশ্যে আনেন অভিনেত্রী। 

এদিন তাঁর বিয়ে করতে আসার মুহূর্তটা নজর কেড়েছে সকলের। 

তাঁদের মালাবদলের একটি মুহূর্ত এদিন ভাইরাল হয়েছে। 

বাদ যায়নি তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠানের মুহূর্ত। 

মেহেন্দি অনুষ্ঠানে বরের গলা জড়িয়ে তুমুল নাচতে দেখা যায় রকুলপ্রীত সিংকে। 

তাঁদের বিয়ের আনন্দ কারজ অনুষ্ঠানের ভিডিয়ো এদিন প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। 

জাকির সঙ্গে সঙ্গীতানুষ্ঠানে নাচও করেন রকুলপ্রীত। 

সূর্যাস্তের সময় তাঁরা সাতপাকে বাঁধা পড়েন।