By Tulika Samadder
Published 28 May, 2023

Hindustan Times
Bangla

কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ?

সাত দিন

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সপ্তাহের সাত দিনের রয়েছে আলাদা তাৎপর্য এবং আলাদা শক্তি। 

শুভ রং

বিশ্বাস, দিন অনুযায়ী রং পরলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। সঙ্গে গ্রহের অশুভ প্রভাবও কমে। 

কী রং পরতে হবে?

দেখে নিন কোন দিন কোন রঙের পোশাক পরবেন।

সোমবার

সোমবার শিবের দিন। এই বারের অধিপতি চন্দ্র। সাদা, গোলাপি, ক্রিম, বেইজের মতো রঙের পোশাক পরতে পারেন। 

মঙ্গলবার

মঙ্গলবার হনুমানজিকে উৎসর্গ করা হয়। এদিন কমলা, জাফরান, গাঢ় হলুদের মতো রং পরতে পারেন। 

বুধবার

বুধবার ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। এদিন সবুজ জামা-কাপড় পরলে বুধ গ্রহ সংক্রান্ত সমস্যাও কেটে যায়। 

বৃহস্পতিবার

বৃহস্পতিবার বিষ্ণুর দিন হিসেবে ধরা হয়। এদিন হলুদ বা সোনালি রঙের পোশাক পরা শুভ। 

শুক্রবার

শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এদিন লাল, গোলাপি, মেরুন রঙের পোশাক পরুন। 

শনিবার

শনিবার শনিদেবকে উৎসর্গ করা হয়। এদিন আপনি নীল, ধূসর, বাদামী রঙের পোশাক পরতে পারেন। 

 রবিবার

রবিবার সূর্য দেবতার দিন। কমলা, হলুদ, লাল, সোনালির মতো রঙের পোশাক পরুন।