By Priyanka Bose
Published 9 Nov, 2023

Hindustan Times
Bangla

মাঠে উজাড় করেছেন নিজেদের সেরাটা, অভিনয়েও প্রতিভা দেখিয়েছেন এই ৭ ক্রিকেটার

বলিউড এবং ক্রিকেটের মধ্যে দীর্ঘ দিন ধরে সম্পর্ক। গ্ল্যামার এবং খেলাধুলো সম্পর্কিত খবর সকলকে আকর্ষণ করে।

অভিনেত্রী বা ক্রিকেটারের বিয়ে মুচমুচে খবর দর্শকের দারুণ উপভোগ করেন। তবে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা সিনেমার পর্দায়ও অভিনয় করেছেন।

বিখ্যাত ক্রিকেটার অজয় জাদেজা ২০০৩ সালে 'খেল' ছবিতে অভিনয় করেছেন।

'মুঝসে শাদি কারোগে' এবং তামিল সিনেমা 'ফ্রেন্ডশিপ'-এ অভিনয় করেছেন হরভজন সিং।

'মীরাবাই নট আউট' ছবিতে অভিনয় করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন লেগ স্পিনার বোলার অনিল কুম্বলে।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইরফান পাঠান দক্ষিণের সিনেমা 'কোবরা'তে অভিনয় করেছেন।

সুনীল গাভাস্কার 'মালামাল' এবং মারাঠি ছবি 'সাভলি  প্রেমাচি'তে অভিনয় করেছেন।

কপিল দেব 'ইকবাল', 'স্টাম্পড' এবং 'মুঝসে শাদি কারোগে'-এর মতো ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশির সঙ্গে 'ডাবল এক্সেল' ছবিতে অভিনয় করেছেন শিখর ধাওয়ান।