Hindustan Times
Bangla

বয়সে বড় মহিলাদের বিয়ে করেছেন ওঁরা, রইল এমন ৭ ভারতীয় ক্রিকেটারের নাম

প্রেম এমন একটি আবেগ যেখানে বয়সের পার্থক্য বোঝে না। ভারতীয় ক্রিকেটের কথা বললে, বেশ কয়েকজন খেলোয়াড় তাঁদের থেকে বেশি বয়সী নারীদের বিয়ে করেছেন।

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের থেকে তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর ৬ বছরের বড় হলেও তাঁদের সম্পর্কের ক্ষেত্রে কোনওকিছু বাধা হয়ে দাঁড়ায়নি। 

সুপারহিট জুটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিরাটের থেকে বয়সে ৬ মাসের বড় অনুষ্কা।

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তাঁর স্ত্রী নাতাশা স্ট্য়ানকোভিচের থেকে ১ বছর ৭ মাসের ছোট।

ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ তাঁর স্ত্রী তথা স্পোর্টস সঞ্চালিকা সঞ্জনা গণেশনের আড়াই বছরের ছোট।

প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্য়ায়ের থেকে ১০ বছরের ছোট ছিলেন শিখর ধাওয়ান। তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

মহম্মদ শামি স্ত্রী হাসিন জাহানের থেকে বয়সে ১০ বছরের ছোট। বর্তমানে আদালতে বিবাহবিচ্ছেদের মামলা চলতে তাঁদের।

স্ত্রী প্রিয়াঙ্কার থেকে ৫ বছর ৯ মাসের ছোট সুরেশ রায়না।