Hindustan Times
Bangla

ইব্রাহিম থেকে পশমিনা, এই ৭ স্টার কিড এই বছর ডেবিউ করবেন বলিউডে

জুনেইদ খান- আমির খানের ছেলে। YRF-এর 'মহারাজা' দিয়ে বলিউডে ডেবিউ করতে পারেন জুনেইদ।

শানায়া কাপুর- মহীপ কাপুর এবং সঞ্জয় কাপুরের মেয়ে। প্যান-ইন্ডিয়া ছবি দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ডেবিউ করার জন্য প্রস্তুত।

রাশা থাডানি- রবিনা ট্যান্ডনের মেয়ে। এই বছরই বলিউডে এবং তেলুগু ছবি RC 16 দিয়ে অভিনয় ডেবিউ করবেন তিনি।

ইব্রাহিম আলি খান- সইফ এবং অমৃতা সিং পুত্র। ধর্মা প্রোডাকশনের 'সরজমিন' দিয়ে বলিউডে অভিনয়ে ডেবিউ করবেন ইব্রাহিম'।

পশমিনা রোশন- হৃতিক রোশনের তুতো বোন। 'ইশন বিশক রিবাউন্ড' দিয়ে বলিউডে ডেবিউ করবেন চলতি বছর।

আমান দেবগন- অজয় দেবগনের ভাইপো। অভিষেক কাপুর পরিচালিত একটি ছবি দিয়ে বলিউডে ডেবিউ করবেন তিনি।

আহান পাণ্ডে- অনন্যা পাণ্ডের তুতো ভাই। YRF ব্যানারের হাত ধরে একটি ছবিতে ডেবিউ করবেন তিনি।