By Tulika Samadder
Published May 7, 2023

Hindustan Times
Bangla

৭ গাছ যা ঘরের ভিতরে রাখলেই হবে সর্বনাশ, বলছে বাস্তুশাস্ত্র

 বনসাই গাছগুলি দেখতে যতই সুন্দর হোক না কেন, বাস্তু মতে এগুলি অশুভ এবং দুর্ভাগ্য নিয়ে আসে। 

কাঁটাযুক্ত গাছগুলিকে ঘরে রাখতে কঠোর মানা বাস্তুশাস্ত্রে। দাবি এতে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে। 

বাস্তুশাস্ত্র অনুসারে তুলা গাছ অশুভ বলে বিবেচিত হয়।

বাস্তু বলছে ঘরের ভিতরে রাখা যাবে না লতানো গাছ। এগুলি ডেকে আনে আর্থিক কষ্ট। 

কোনও গাছ মারা গেলে তা ঘরের ভিতর থেকে দ্রুত সরিয়ে ফেলতে হবে বলেই মত বাস্তুশাস্ত্রের।মৃত গাছপালা অসুস্থ স্বাস্থ্য এবং নেতিবাচকতা ছাড়ায়।

ঘরের ভিতরে রাখা যাবে না বাঁশ গাছও। বাস্তুতে বাঁশের সঙ্গে যোগ রয়েছে রোগ ও মৃত্যুর। 

কিছু গাছ ভেঙে গেলে বা পাতা ছিঁড়লে সাদা দুধের মতো রস বের হয়, বাস্তুশাস্ত্রে এগুলিও ঘরের ভিতরে রাখা মানা।