Hindustan Times
Bangla

২০২৫-এ বলিউডে পা রাখতে চলেছেন ৭ জন তারকা সন্তান। কিন্তু এরাঁ কারা?

২০২৫-এ বলিউডে পা রাখছেন সঞ্জয় কাপুুর ও মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুর। 'আঁখো কি গুস্তাকিয়া'-ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখছেন শানায়া।

এই বছরই বলিউডে ডেবিউ করতে চলেছেন সইফ-অমৃতা পুত্র ইব্রাহিম আলি খান। করণ জোহরের সরজমিন- ছবিতে দেখা যাবে সারা আলি খানের ভাইকে।

বলিউডে আসছেন অনন্যা পাণ্ডের তুতো ভাই আহান পাণ্ডে। মোহিত সুরির 'ইয়ং লাভ স্টোরি' ছবিতে দেখা যাবে তাঁকে।

২০২৫-এ বলিউডে ডেবিউ হচ্ছে রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির। অভিষেক কাপুরের 'আজাদ' ছবিতে দেখা যাবে তাঁকে।

একই সঙ্গে অভিষেক কাপুরের 'আজাদ' ছবিতে রাশার বিপরীতে বলিউডে ডেবিউ হচ্ছে অজয় দেবগনের ভাগ্নে আমন দেবগনের। 

চলতি বছরই বলিউডে পা রাখছেন অক্ষয় কুমারের ভাগ্নী সিমর ভাটিয়া। শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘ইক্কিস’ ছবিতে দেখা যাবে তাঁকে।

২০২৫-এ বলিউডে পার রাখছেন কিং খান পুত্র আরিয়ান খান, তবে অভিনেতা হিসাবে নয়, পরিচালক হিসাবে ডেবিউ করছেন তিনি। নেটফ্লিক্সের একটা ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন কিং খান পুত্র।