Hindustan Times
Bangla

লক্ষ্মী বড়ই চঞ্চলা সে কথা সকলেই জানেন। কিন্তু কী করলে লক্ষ্মী আপনার সংসার আজীবন থাকবেন জানেন? 

বাইরের মন্দির তো আছেই। কিন্তু ঘরে পুজোর জায়গা বা ছোট একটা মন্দির থাকা আবশ্যক। এই বিষয়ে আমাদের ধর্মগ্রন্থে বলা আছে। 

বাস্তুশাস্ত্র মতে আমাদের ঘরের এই মন্দির বা ঠাকুরের সিংহাসনে কিছু জিনিস রাখলে সেটা ধনলক্ষ্মীকে আকর্ষিত করে। 

ঠাকুরের সিংহাসনে কী কী রাখা উচিত জানেন? 

কথিত আছে দক্ষিণাবর্ত শঙ্খ দেবী লক্ষ্মীর খুব পছন্দের। এই শঙ্খে গঙ্গা জল ভরে সেটা সিংহাসনে রাখলে ভালো হয়। লক্ষ্মীর কৃপা পাওয়া যায়।

ঠাকুরের পুজোর জায়গায় অতি অবশ্যই গঙ্গার জল রাখবেন। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং কখনও অর্থাভাব হয় না। 

কড়ি ধনলক্ষ্মীকে আকর্ষিত করেন তাই ঠাকুরের সিংহাসনে অতি অবশ্যই এটা রাখবেন। 

ময়ূরপুচ্ছ পুজোর জায়গায় রাখা অত্যন্ত শুভ। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। 

ঘরে শালগ্রাম শিলা থাকলে ধনসম্পদ বৃদ্ধি পায়, অর্থাভাব হয় না। 

শ্রীযন্ত্রের নিত্য পুজো করলেও অর্থাভাব দূর হয়। এতে ধন দৌলতকে আকর্ষিত করে।