Hindustan Times
Bangla

ডিজনি-অ্যানিমে থেকে প্রিডেটর ইউনিভার্স, এসব ছবিতে থাকলে কেমন লাগত শাহরুখকে? বলল AI

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে ইউনিভার্সের বিভিন্ন চমৎকার লুক তৈরি করা হয়েছে শাহরুখ খানের

একটু ভাবুন তো, অবতার ইউনিভার্সে শাহরুখকে কেমন দেখতে লাগবে?

যারা জম্বি সিনেমা পছন্দ করে তাদের ফ্যান বেস আলাদা। শাহরুখও যদি এর অংশ হতেন, তাহলে হয়তো এমন কিছু দেখতে পেতেন।

স্টোন ইউনিভার্সেরও কন্টেন্টও অনেকের পছন্দ করেন। এই ইউনিভার্সের অংশ হলে শাহরুখকে খানিকটা এমন দেখাতো নয় কি?

অ্যানিমে পছন্দ করা মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। শাহরুখ খানও যদি অ্যানিমে ওয়ার্ল্ডের অংশ হয়ে যান, তবে এই ক্রেজ আরও বাড়বে।

ডিজনি সিনেমা বাচ্চাদের কাছে খুব জনপ্রিয়। তাদের চরিত্রগুলো দেখতে খুব সুন্দর এবং শাহরুখকেও এই লুকে খুব কিউট দেখাচ্ছে।

সিনেমা জগতে প্রিডেটররাও এক ধরনের এলিয়েন, যার উপর হলিউডের ছবি তৈরি করা হয়েছে। শাহরুখ খানকে প্রিডেটর জগতে দেখলে অবাক হবেন যে কেউ!

সমস্ত ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম @sahixd