Hindustan Times
Bangla

সুভাষ আজও ঘরে ফেরেননি, কিন্তু নেতাজি বারবার ফিরেছেন সিনেমায়! কী কী ছবি

১৯৫৫ থেকে একাধিক সিনেমায় বারবার ফিরে এসেছেন সুভাষ। বাংলার বাইরে অন্য ভাষাতেও তাঁকে নিয়ে সিনেমা হয়েছে। তুলে ধরা হয়েছে তাঁর জীবনের নানা দিক।

সমাধি (১৯৫৫)

সুভাষ চন্দ্র (১৯৬৬)

নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো (২০০৪)

অমি সুভাষ বলচি (২০১১)

দ্য ফরগটেন আর্মি (২০২০)

বোস: ডেড/অ্যালাইভ (২০১৭)

গুমনামি (২০১৯)