Hindustan Times
Bangla

এই ৮ বিদেশি ক্রিকেটার হলেন ভারতের জামাই! জানতেন কি এত দিন

টেনিস-ক্রিকেটের এমন মেলবন্ধন অতীতেও ঘটেনি। ১২ এপ্রিল, ২০১০। হায়দরাবাদে জমকালো অনুষ্ঠানের পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক বিয়ে করেছিলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে। 

বলিউড অভিনেত্রী রিনা রায়কে বিয়ে করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার মহসিন খান। যদিও তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কিছুদিনের মধ্যে।

পাক পেসার হাসান আলির স্ত্রী ভারতীয়। ২০১৯ বিশ্বকাপের আগে হাসান ভারতের শামীমা আরজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শন টেটও ভারতীয় মডেল মাসুম সিংহর প্রেমে পড়েন ও পরে বিয়ে করেন দু জনে।  আইপিএলের সময় দেখা হয়েছিল দুজনের।

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সম্প্রতি ভিনি রমনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিজ্ঞান বিভাগে পড়াশুনা করেছেন।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ব্রিয়ারলি। সত্তরের দশকে ভারতের বিখ্যাত শিল্পপতি গৌতম সারা ভাইয়ের কন্যা মনাকে বিয়ে করেছিলেন তিনি।

দক্ষিণ ভারতীয় রামামূর্তির সৌন্দর্যের ‘গুগলি’তে বোল্ড হয়ে যান সর্বকালের সেরা অফ-স্পিনার মুরালীধরন। ২০০৫-এ ২১ মার্চ মাধিমালাকে জীবনসঙ্গী হিসেবে বেছেন শ্রীলঙ্কান বোলার। 

১৯৮৮ সালে ‘এশিয়ার ব্যাডম্যান’ জাহির আব্বাসের সঙ্গে বিয়ে রিতা লুথরার। গ্লস্টাশায়ারের হয়ে কাউন্টি খেলার সময় ইংল্যান্ডে ইন্টিরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করা রিতার দেখা হয় আব্বাসের। বিয়ের পর রিতার নাম পরিবর্তন করে হন সামিনা।