Hindustan Times
Bangla

কোহলি থেকে হার্দিক, মাছ-মাংস ছুঁয়েও দেখেন না কোন ভারতীয় ক্রিকেটাররা

বিরাট কোহলি- ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট তার জীবনধারা পরিবর্তনের জন্য নিরামিষ খাবার শুরু করেছেন। তবে তিনি ডিম খান।

চেতেশ্বর পুজারা- ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম ব্যাটসম্যান চেতেশ্বর পুজারাও নিরামিষ খাবার খান। নিজেকে ফিট রাখতে এই সিদ্ধান্ত নেন তিনি

হার্দিক পাণ্ডিয়া- ভারতের এই অলরাউন্ডার প্রথমে আমিষ খাবার খেতেন। পরে স্বাস্থ্যগত কারণে এবং তাঁর ইনজুরি থেকে সুস্থ হওয়ার কারণে নিরামিষ খাবার খাওয়া শুরু করেন।

রোহিত শর্মা- ভারতীয় ক্রিকেটের হিটম্যান প্রায়শই তার চেহারার জন্য সমালোচিত হন। তিনি একজন নিরামিষ ভোজী তবে তিনি ডিম খান।

শিখর ধাওয়ান- ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নিরামিষ খাওয়ার তালিকায় প্রথমে রয়েছেন শিখর ধাওয়ানের নাম। ধাওয়ান ২০১৮ সালে নিরামিষ খাবার খাওয়া শুরু করেন।

যুজবেন্দ্র চাহাল- চাহাল একজন বাটার চিকেন প্রেমী ছিলেন। তবে নিজেকে ফিট রাখতে ২০২০ সালে থেকে তিনি নিরামিষ খাওয়া শুরু করেন।

ভুবনেশ্বর কুমার- ছোট থেকেই ভুবনেশ্বর কুমার নিরামিষ খাবার খান। কখনোই আমিষ খাননি।

অজিঙ্ক রাহানে- ভারতীয় এই ক্রিকেটার বেশ কয়েক বছর ধরে নিরামিষ খাবার খেয়ে আসছেন। তিনি জানিয়েছেন, এই নিরামিষ খাবার ফলে তিনি নিজেকে আরও ফিট এবং আরও বেশি মনোযোগী করে তুলতে পারেন।