Hindustan Times
Bangla

কেউ পরচুল পরেন, কারও হেয়ার ট্রান্সপ্লান্ট করা! বয়স বাড়তেই ইন্দ্রলুপ্ত এই ৯ অভিনেতার

বলিউডের অনেক তারকা আছেন যাঁরা তাঁদের চুলের স্টাইলের জন্য় বিখ্যাত। অনেকেরই আবার বয়সের সঙ্গে ঝরে গিয়েছে চুল।

ইন্ডাস্ট্রির অনেক তারকা আছেন যাদের চুল পড়ে যাওয়ার কারণে মাথায় পটচুল পরেন তাঁরা।  জেনে নিন সেই সব বলিউড তারকার নাম-

দক্ষিনী ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্তের বয়সের সঙ্গে চুল ঝরে গিয়েছে। তবে অভিনেতা সার্জারি না করে শুধুমাত্র উইগ ব্যাবহার করেন।

টাকের সমস্যায় দীর্ঘদিন ভুগেছিলেন প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফ। তিনি চুল প্রতিস্থাপন করিয়েছিলেন।

জনপ্রিয় বলিউড অভিনেতা সানি দেওয়ালের টাপ পরে গিয়েছিল। তাই তিনি চুল প্রতিস্থাপন সার্জারি করেছিলেন।

সলমন খানের একসময় টাক পড়তে শুরু করে এবং তাঁর চুলের অনেকটাই ঝরে গিয়েছিল। তাই নিজের ইমেজ বাঁচাতে হেয়ার ট্রান্সপ্লান্টের আশ্রয় নিয়েছিলেন।

খুব অল্প বয়সেই চুল পড়া শুরু হয়েছিল রণবীর কাপুরের। যার জন্য ২০০৭ সালে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন।

নব্বই দশকের শেষ দিকে অমিতাভ বচ্চন চুল পড়ার সমস্যায় ভুগছিলেন। প্রায় পুরোই টাক পড়ে গিয়েছিল তাঁর। বহুবার নকল চুলের আশ্রয় নিয়েছিলেন। শেষমেশ তিনিও সার্জারি করে নেন।

অভিনেতা গোবিন্দাও টাকজনিত সমস্যায় ভুগছিলেন। বহুবার ক্যামেরার সামনে নকল চুল পরে এসেছেন। অবশেষে তিনিও হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নেন।

অভিনেতা হৃতিক রোশনকেও পরচুল পরতে দেখা গিয়েছে। বাস্তব জীবনে অভিনেতা উইগ পরে বাইরে বেরোন।

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত টাক পড়ে যাওয়ার জন্য চুল প্রতিস্থাপন করেছিলেন। শোনা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর চুল প্রতিস্থাপনের প্রক্রিয়াটি হয়েছিল।