Hindustan Times
Bangla

ভারতীয় পরিচালক, যাঁরা সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় পুরষ্কার জিতেছেন

ভারতীয় চলচ্চিত্র জগতে সত্যজিত রায়ের ভূমিকা অনস্বীকার্য।  চিরিয়াখানা , গুপি গাইন বাঘা বাইন, প্রতিদ্বন্দী, সোনার কেল্লা , জন অরণ্য এবং আগন্তুকে র জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসাবে  ছয়টি জাতীয় পুরষ্কার জিতেছেন

অদূর গোপালকৃষ্ণান স্বয়ম্বরম  ৫ টি জাতীয় পুরষ্কার জিতেছেন

পরিচালক মৃণাল সেন তাঁর ছবি ভুবন সোম, একদিন প্রতিদিন, আকালের   শান্তনে এবং খন্ধর জন্য মোট ৪টি জাতীয় পুরষ্কার ঘরে আনেন

জি অরবিন্দন তাঁর ছবি থাম্পু, কাঞ্চন সীতা এবং ওরিদাথুর জন্য ৩টি জাতীয় পুরষ্কার পান

পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত তাঁর ছবি  উত্তর এবং স্বপ্নের দিনের জন্য মোট ২টি জাতীয় পুরষ্কার অর্জন করেন

পরিচালক গৌতম ঘোষ ;পদ্মা নদীর মাঝি এবং আবার অরণ্য ছবির জ্ঞ জাতীয় পুরষ্কার জিতেছিলেন

পরিচালক ঋতুপর্ণ ঘোষ  ছবি আবহমান ও উত্সবের জন্য জাতীয় পুরস্কার জেতেন

 কালিয়াত্তম ও ভয়াংকাম ছবির জন্য পরিচালক জয়রাজ ভারতের মাটিতে নিয়ে আসেন জাতীয় পুরষ্কার 

৩৬ চৌরঙ্গী লেন এবং মিস্টার এন্ড মিসেস আইয়ার ছবির জন্য পরিচালক অপর্ণা সেন জাতীয় পুরষ্কার জেতেন। 

আরও পড়ুন