Hindustan Times
Bangla

এই ৯ বলিউড অভিনেতার দরাজ মন, চ্যারিটিতে দেন অনেক টাকা

দরিদ্রদের সাহায্য করতে এগিয়ে আসেন আমির খান। গত বছর অসমের বন্যা দুর্গতদের জন্য ২৫ লাখ টাকা দান করেছেন তিনি।

দুঃস্থ শিশুদের জন্য প্রচুর দান করেন সলমন খান। অসহায় শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য 'বিয়িং হিউম্যান' নামে একটি NGO পরিচালনা করেন তিনি।

শাহরুখ খান প্রধানমন্ত্রী পিএম কেয়ার ফান্ড এবং অনেক সংস্থানে লাখ লাখ টাকা দান করেছেন। এছাড়া 'মীর' নামে একটি NGO পরিচালনা করেন তিনি। অ্যাসিড হামলায় আক্রান্ত ১২০ জনের চিকিৎসার খরচও বহন করেন।

UNICEF সংস্থার সঙ্গে যুক্ত প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী সারা বিশ্বের দরিদ্র এবং অভাবী মানুষদের সাহায্য় করেন। সকলকে অনুপ্রেরণাও যোগান অভিনেত্রী।

অভিনেতা অক্ষয় কুমারও অনেক দান করেন। করোনার সময় ২৫ কোটি টাকা দান করে দেশকে সাহায্য় করেছেন তিনি।

দাতব্য হিসেবে নাম আসে অভিনেত্রী দিয়া মির্জারও। কোভিডের সময় মৃত যোদ্ধাদের নিজের ৪০তম জন্মদিনে ৪০ লাখ টাকা দান করেছেন তিনি।

দুঃস্থ শিশুদের জন্য ঐশ্বর্য রাই বচ্চন 'ঐশ্বর্য রাই ফাউন্ডেশন' নামে একটি সংস্থা চালান।

করোনার সময় অভিনেতা সোনু সুদ যেভাবে দেশের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন তা খুব কম মানুষই করেন। তাই অভিনেতাকে 'গরীবদের মসীহা' বলা হয়।

'ক্লিন ইন্ডিয়া' অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা বালান। 'উইমেন আইকন' পুরস্কারে ভূষিত হন, সম্মাননা হিসেবে পাওয়া ৫ লাখ টাকা তিনি স্বদেশ ফাউন্ডেশনে দান করে দেন।